রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ না করে আধুনিকায়ন করাসহ ৪ দফা দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক বাম জোট বরিশাল জেলার ব্যানারে সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী বিশ্বনাথ দাস মুন্সির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী এবং কমিউনিস্ট পার্টির নেতা অ্যাডভোকেট একে আজাদসহ অন্যান্যরা।
বক্তারা রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ না করে আধুনিকায়ন করা, মিলের জমি লুটপাটের চক্রান্ত রোধ, বিজেএমসি থেকে অযোগ্যদের হটানো এবং ৬ হাজার কোটি টাকায় মিল বন্ধ না করে আধুনিকায়নের দাবি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা