খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় ত্রিপল হত্যা মামলায় এজাহারভূক্ত আসামি রহিম আকুঞ্জিকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানা পুলিশের উপ-পরিদর্শক লুৎফুল হায়দার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আসামিকে জ্ঞিাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল রবিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর খানজাহান আলী থানার বাইপাস সড়কে বিকেএসপির পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়। একই মামলায় রবিবার গ্রেফতার হওয়া শেখ জাফরিন হাসানসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় পুলিশ।
উল্লেখ্য, গত ১৬ জুলাই রাতে মমিয়ালী গ্রামে জাকারিয়া ও তার দুই ভাই জাফরিন ও মিল্টনের গুলিতে গ্রামের নজরুল ফকির, গোলাম রসুল ও সাইফুল। এ ঘটনার পর উত্তেজিত জনতা জাকারিয়া ও জাফরিনের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এছাড়া জাকারিয়ার আত্মীয় জিহাদ শেখকে পিটিয়ে হত্যা করে বিক্ষুদ্ধ জনতা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত