কোভিড-১৯ পরিস্থিতির মাঝেও সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে “জেন্টেলমেন’স ডেস্টিনেসন” মূলমন্ত্র নিয়ে রাজধানী গুলশানে যাত্রা শুরু করলো “দ্যা বারবার্স স্টেশন”। ঢাকার প্রাণকেন্দ্র গুলশান এভিনিউতে আর.এম সেন্টারে ৩য় তলায় গতকাল সোমবার এই সেলুনটি উদ্বোধন করা হয়। দ্যা বারবার্স স্টেশন এমন একটি প্রতিষ্ঠান যারা আন্তর্জাতিক মানের সেবা দিতে বদ্ধ পরিকর।
করোনা পরিস্থিতিতে বারবার্স স্টেশন নিজেদের কার্য পরিচালনার জন্য সর্বোচ্চ স্বাস্থ্যবিষয়ক সতর্কতা গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে প্রি-বুকিং এর মাধ্যমে সরাসরি সেবা গ্রহণ, সেলুনে ঢোকার পূর্বেই স্যানিটাইজেশন বক্সের মাধ্যমে জীবাণুমুক্তকরণ এবং সকল গ্রাহকের শারীরিক তাপমাত্রা পরিমাপ করা হয়। সেলুন কর্তৃপক্ষ গ্রাহকের সুবিধার্থে ওয়ান টাইম ডিস্পোসেবল মাস্ক ও জুতো সরবরাহ করছে। তাছাড়াও সেবা গ্রহণকালীন সময় গ্রাহকদের মধ্যে নিশ্চিত করা হয়েছে নিরাপদ সামাজিক দূরত্ব। গ্রাহককে সেবা প্রদানকারী প্রতিটি সরঞ্জাম উন্নতমানের স্যানিটাইজেশন বক্সের মাধ্যমে সেবার আগে ও পরে জীবাণুমুক্ত করা হয়।
বারবার্স স্টেশনে সেবা প্রদানকারী কর্মীরা কোভিড-১৯ এর সময় নিরাপদভাবে সেবা প্রদানে আন্তর্জাতিকমানের পেশাদার প্রশিক্ষণপ্রাপ্ত এবং সেবা প্রদানকালিন সময় সকল সেবা প্রদানকারী কর্মী ব্যাক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) ও ফেইস শিল্ড ব্যাবহার করবে।
বিডি প্রতিদিন/ফারজানা