বরিশাল নদী বন্দরে নোঙ্গর করা একটি নৌযানের পেছনের অংশে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্থ করেছে আরেকটি নৌযান। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বরিশাল-ঢাকা রুটের এমভি পারাবত-১২ লঞ্চের ধাক্কায় একই রুটের এমভি সুরভী-৮ নামে একটি লঞ্চের দোতলার টেকসিন ও রেলিং ভেঙ্গে ক্ষতি হয়। তবে দুর্ঘটনায় কোন যাত্রী এবং কর্মচারী হতাহত হয়নি। এ ঘটনায় নদী বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ লঞ্চের ড্রাইভার সিরাজুল ইসলাম।
বরিশাল নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক মো. কবির হোসেন জানান, পারাবত-১২ লঞ্চের ধাক্কায় সুরভী লঞ্চের ৩টি টেকসিন ভেঙ্গে গেছে। এ ঘটনায় মেরিন আইনে মামলা দায়েরসহ অভিযুক্ত লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার