বরিশালে শিশু ও নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল শিশু ফোরাম ও বরিশাল যুব ফোরাম মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন দাবী সংবলিত প্ল্যাকার্ড ও মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে অংশগ্রহণ করেন অর্ধশতাধিক তরুণ-তরুণী।
বরিশাল শিশু ফোরামের সভাপতি মিমিয়া আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল যুব ফোরামের সভাপতি মো. আবু সুফিয়ান শেখ ও বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টের চেয়ারপার্সন আমিনুল ইসলামসহ অন্যান্যরা।
মানববন্ধন শেষে একই দাবীতে বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ আবু জাফর