প্রদেয় সরকারি সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ‘ডিজিটাল অ্যাপস’ চালু করেছে বরিশাল জেলা প্রশাসন। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ফিতা কেটে এই এ্যাপস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সকল সরকারি প্রতিষ্ঠানের ওয়েব সাইট রয়েছে। বরিশাল জেলা প্রশাসনেরও ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইট আরো সহজলভ্য করার জন্য নতুন এ্যাপস চালু করা হয়েছে। যে কোন এ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেটের মাধ্যমে যে কোন স্থান থেকে জেলা প্রশাসনের সেবা গ্রহন করতে পারবেন সেবা প্রত্যাশী জনগন। আই ফোনেও এই সেবা পাওয়ার জন্য জেলা প্রশানসের এ্যাপস উপযুক্ত করা হচ্ছে।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, এই সেবার ফলে প্রশসানের কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম ও তাদের ফোন নম্বর সহজেই যে কেউ পেতে এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। পাশাপশি ই-ফাইলিং সেবা ঘরে বসেই সম্পন্ন করা সম্ভব হবে। ডিজিটাল সিস্টেম আরো সহজতর করা হচ্ছে। পাশাপাশি যাতায়াত ও পর্যটন সহ নানা তথ্য রয়েছে এখানে। ভবিষ্যতে যেন মানুষ আরো বেশী সুবিধা পেতে পারে সে লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি করা এই এ্যাপস গুগল প্লেস্টোর থেকে যে কোন এ্যান্ড্রয়েড ফোনসেটে ইনস্টল করা সম্ভব হবে বলে জানান জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/এ মজুমদার