১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া-আলোচনা সভা ও গণ-ভোজের আয়োজন করেছে যাত্রাবাড়ী থানা ছাত্রলীগ। ঢাকা-৫ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ-যুবলীগ ও কৃষক এবং প্রায় ১২ শত অসহায় পথশিশু-ছিন্নমূল মানুষ ও দলীয় নেতাকর্মী এতে অংশ নেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে মশিউর রহমান মোল্লা সজল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান।
যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি মো. আতিকুর রহমান খানের সভাপতিত্বে ও ৬৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি তানজিলুর রহমান রাজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়ারী জোনের ডিসি শাহ ইফতেখার আহমেদ, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম ও সাধারণ সম্পাদক রায়হান জামিল রিপন, মো. রুহুল আমিন, কৃষক লীগের ঢাকা মহানগর দক্ষিণ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ অপু ও মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সোহেল খানসহ আরেও অনেকে।
বিডি প্রতিদিন/ আবু জাফর