ঢাকা-৫ আসনে ছেলে মশিউর রহমান সজলের পক্ষে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার স্ত্রী রেজিয়া বেগম।
আজ বৃহস্পতিবার ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এর আগে মাতুয়াইল কবরস্থানের পাশের মসজিদে ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মশিউর রহমান মোল্লা সজল সহ ঢাকা -৫ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ধানমন্ডিতে ছেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে সাবেক এমপি হাবিবুর রহমান মোল্লার স্ত্রী রেজিয়া বেগম সাংবাদিকদের বলেন, আমার স্বামী বঙ্গবন্ধু ও তার কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে ছিলেন আপোষহীন। তিনি কখনো নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। সারাজীবন মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছেন।
ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় ঘুরে ঘুরে নৌকার নেতা-কর্মী তৈরি করেছেন। আমার স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার বড় সন্তান মশিউর রহমান সজলকেই নৌকার টিকিট দেবেন-এমন প্রত্যাশাই করি।
বিডি প্রতিদিন/ আবু জাফর