গাজীপুর মহানগরের মোগরখাল এলাকা থেকে ১৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পুরকাস্তাপারা গ্রামের তারা মিয়ার ছেলে রফিক আহমেদ (৩৫) এবং একই উপজেলার লক্ষণাবন্দ এলাকার মৃত অমূল্য মালাকারের ছেলে অঞ্জন মালাকার (৩৬)।
র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানির কমান্ডার লেফটেনেন্ট আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে মহানগরের মোগরখাল এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের বহন করা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও ৫টি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন