রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৭৫ বছর।
গত কয়েকদিন ধরে ওই বৃদ্ধ নগরীর দরগাপাড়া এলাকায় শাহমখদুম দরগার সামনে পড়েছিল। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। পরে পুলিশ টহল টিমের ইনচার্জ এসআই সাহাদত ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে মহানগরীর বোয়ালিয়া থানার এসআই শাহাদত হোসেন জানান, কয়েকদিন আগে তিনি বৃষ্টির পানিতে বৃদ্ধকে ভিজতে দেখেন। তার পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি কিছু বলতে পারেননি। এরপর তার খাবার-দাবারসহ পাঠানপাড়া শাহমখদুম দরগার সামনে থাকার ব্যবস্থা করা হয়। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বৃদ্ধ মারা যান।
নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা হবে। পরিচয় না পাওয়া গেলে লাশ ময়নাতদন্ত শেষে কোয়ান্টাম মেথডের সহায়তায় দাফনের ব্যবস্থা করা হবে ।
বিডি প্রতিদিন/আরাফাত