জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের কামারজুরি এলাকায় জাতীয় মহিলা শ্রমিক লীগ গাজীপুর মহানগর শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া।
জাতীয় মহিলা শ্রমিক লীগ গাজীপুর মহানগর শাখার সভাপতি ও জিসিসির মহিলা কাউন্সিলর মোসা. পুস্প বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের এক নং যুগ্ম আহ্বায়ক কবির আহমদ মন্ডল। এ সময় জাতীয় মহিলা শ্রমিক লীগ গাজীপুর মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন