খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ও জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের পরিচালক ওয়াদদুর রহমান পান্না আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার বিকালে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। গত তিনদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শনিবার সকালে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
প্রবীন এই সাংবাদিকের মৃত্যুতে খুলনায় সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে খুলনা প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল