রাজধানীর চকবাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১১৪ কপি উগ্রবাদী লিফলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক দু’জন হলেন- মো. হানিফ হোসেন (৩১) ও মো. জামাল বেপারী (৩০)। হানিফ কুমিল্লার হোমনা থানার নজুরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। জামাল রাজধানীর কামরাঙ্গীরচর থানার এক নম্বর নয়াগাও রোড এলাকার শরফউদ্দিন বেপারীর ছেলে।
শনিবার সন্ধ্যায় র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ূমুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর চকবাজার এলাকা থেকে ‘আল্লাহর দল’ জঙ্গি সংগঠনের দুই সদস্যকে আটক করা হয়। তারা এ এলাকায় উগ্রবাদী ও ধর্মীয় উস্কানিমূলক লিফলেট বিতরণ করছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন