রাজধানীর তেজগাঁও শাহীন কলেজের সামনে শনিবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানগাড়ি চালক নজরুল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের থাকা দুইজনের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। নিহতের ব্যাপারে বিস্তারিত এখনো জানতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও থানার (ওসি তদন্ত) আবুল হাসান খন্দকার বলেন, ভ্যানচালক নজরুল তার ভ্যানে করে একটি ফার্নিচার নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার