করোনাভাইরাসকে জয় করে অর্থনীতিতে সুবাতাস ফিরিয়ে আনতে সরকারের পাশে থাকবে কৃষক লীগের নেতা-কর্মীরা। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এই নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি সমীর চন্দ।
রবিবার (২৩ আগস্ট) সকালে রংপুরের কারমাইকেল কলেজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, কৃষকদের দুর্ভোগ লাঘবে সরকার সব সময় তাদের পাশে রয়েছেন। করোনাকালীন কৃষকের পাশে কাজ করেছে কৃষক লীগের নেতা-কর্মীরা। যখন কৃষক মজুর সংকটে পড়েছিল, তখন কৃষক লীগের নেতা-কর্মীরা তাদের ধান কেটে দিয়েছে। হাওরের জনগোষ্ঠীর পাশে ছিল কৃষক লীগ।
সমীর চন্দ আরও বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করছে কৃষক লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।
আলোচনা সভার পাশাপাশি স্বেচ্ছায় প্লাজমা রক্তদান কর্মসূচি, মৌসুমি ফল বিতরণ ও মুজিব উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে রংপুর জেলা কৃষক লীগের সভাপতি প্রাণ কৃষ্ণ গোস্বামী পান্নুর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
রংপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম যাদুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।
বিডি প্রতিদিন/ আবু জাফর