২০ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২৬

বরিশালে কেজি প্রতি ৫ থেকে ২০ টাকা কমেছে পিয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে কেজি প্রতি ৫ থেকে ২০ টাকা কমেছে পিয়াজের দাম

ভারতীয় পিয়াজ এখনও আসেনি বরিশাল মোকামে। তবে, ভারতীয় পিয়াজ আসছে- এমন খবরেই বরিশালের পাইকারি বাজারে প্রকারভেদে প্রতি কেজি পিয়াজের দাম কমেছে ৫ থেকে ২০ টাকা। 

ভারতীয় পিয়াজ আসলে দাম আরও কমবে আশায় ক্রেতা নেই বরিশালের প্রধান মোকাম পিয়াজ পট্টিতে। এ কারণে মজুদ থাকা পিয়াজে লোকসানের আশঙ্কা করছেন আড়তদাররা। 

পিয়াজপট্টির আড়তদার এনায়েত হোসেন খান জানান, ভারতীয় পিয়াজ এখন আসেনি। তবে আসার খবরে প্রভাব পড়েছে বরিশালের পাইকারি বাজারে। দেশি পিয়াজের দাম ২০ টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে। ভারতীয় পিয়াজ ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। 

পিয়াজপট্টির আড়তদার শহিদুল ইসলাম জানান, ভারতীয় পিয়াজ আসলে বরিশালের বাজারে দাম আরও কমবে বলে ধারণা করছেন সবাই। এ কারণে পিয়াজ বাজার এখন অনেকটা ক্রেতা শূন্য। এ অবস্থায় মজুদ থাকা পিয়াজ
বিক্রি না হলে লোকসানের আশঙ্কা করছেন তারা।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর