সারাদেশে ধর্ষণ, নির্যাতনে হত্যার প্রতিবাদে খুলনায় গণস্বাক্ষর ও ধর্ষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শপথ বাক্য উচ্চারিত হয়েছে। বুধবার নগরীর শিববাড়ী মোড়ে জনউদ্যোগ, খুলনা, গুণীজন স্মৃতি পরিষদ ও বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
গণস্বাক্ষর ও শপথ চলাকালে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড প্রয়োজনে ক্রসফায়ারের দাবি জানান বক্তারা। একই সাথে অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। যাতে অন্য নারী ধর্ষণের শিকার না হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএমএ খুলনা’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম। বক্তৃতা করেন জনউদ্যোগ খুলনার আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু, জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন, বয়রা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা লুৎফুরন্নাহার, রেহেনা আক্তার, রোজী রহমান, সিপিবি নারী সেলের সুতপা বেদজ্ঞ, সাংস্কৃতিক কর্মী জেসমিন জামান, মহিলা পরিষদের ইসরাত আরা, আব্দুল্লাহ চৌধুরী, আবিদ শান্ত, কমলেশ বাছাড়।
বিডি প্রতিদিন/ফারজানা