করোনাভাইরাসের নতুন ধরন যুক্তরাজ্যে শনাক্ত হওয়ায় দেশটি থেকে ফেরত প্রবাসীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত কার্যকর করা শুরু হয়েছে। শুক্রবার সকালে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে আসা ১১ জন যাত্রীকে আশকোনা হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
করোনাভাইরাস মহামারির এক বছর পর যুক্তরাজ্যে ভাইরাসটির নতুন একটি ধরন শনাক্ত হওয়ায় বিভিন্ন দেশ ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয়। বাংলাদেশের মধ্যে এই দাবি উঠলেও সরকার এখনও লন্ডনের ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয়নি। তবে যুক্তরাজ্য থেকে আসা সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
১ জানুয়ারি থেকে লন্ডন ফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠাতে সরকারি সিদ্ধান্ত কার্যকর করার দিন নির্ধারণ থাকায় শুক্রবার যুক্তরাজ্য ফেরত ১১ জনকে আশকোনা হজ ক্যাম্পে নেয়া হয়। বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক