রাজধানীর বাসাবো এলাকার খালে অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আজ সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবির ত্রপা।
ইরফান উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, আমরা খালের পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। সকাল থেকে প্রায় ১২টি ছোট ব্রিজ ভাঙা হয়েছে। যেগুলো অবৈধ ছিলো। এছাড়া খামারবাড়ি নামের একটি ১০তলা ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে।
বিডি প্রতিদিন/আরাফাত