আশুলিয়ার কবিরপুরের তেলীবাজার এলাকায় স্থানীয় লোকমান হোসেন নামের এক গরু চোরকে গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ সকালে ব্যানার ফেস্টুন নিয়ে কয়েক’শ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এসময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, আশুলিয়ার কবিরপুরের তেলীবাজারসহ বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে প্রায় তিন শতাধিক পরিবারের গরু চুরি হয়েছে। সমাজের অসহায় ও দুস্থরা এসব গরু পালন করে দুধ বিক্রি করে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচসহ সংসার খরচ চালাতেন, কিন্তু গরু চোররা রাতের আঁধারে গরুগুলো চুরি করে নিয়ে যাওয়ায় তারা নিঃশ্ব হয়ে পড়েছেন। এমন অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছেন।
এখন যাদের গরু আছে তারা রাত জেগে গরু পাহারা দিচ্ছেন। আশুলিয়ার মহিলা আওয়ামী লীগের সম্পাদক কামরুন নাহার বলেন, ২৪ ঘণ্টার মধ্যে গরু চোর লোকমান হেসেনকে গ্রেফতার না করা হলে আশুলিয়া থানা ঘেরাও করবো। আমরা সকল চোরকে গ্রেফতারের দাবিতে আজ বিক্ষোভ মিছিল করেছি। সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ আকারে দিবো। কারণ এলাকার কোন গরু –ছাগল পালন করতে পারছি না।
আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, এলাকার গরু চোর বেড়েছে, আমরা পুলিশের একটি টিম বাড়িয়েছি। আশা করি নতুন করে কোন গরু চুরি হবে না।
বিডি প্রতিদিন/হিমেল