প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর সহধর্মিণী মাহমুদা বেগম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত শুক্রবার রাত থেকে তিনি গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন।
সোমবার দিবাগত রাত থেকে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।
জানা গেছে, গতকাল অক্সিজেন সেচুরেশন ভালো থাকলেও আজ নেমে গেছে ৬৫ থেকে ৭০-এ। রক্তচাপ নন রেকর্ডেবল।
ডা. এবিএম আবদুল্লাহ আজ দুপুর ১২টায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মনে হয় টার্মিনাল স্টেজ। হয়তো আর তেমন আশা নেই। তবে আল্লাহ চাইলে মিরাকল কিছু করতেও পারেন।
উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২২ ডিসেম্বর রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ডা. এবিএম আবদুল্লাহ দম্পতি। ডা. এবিএম আবদুল্লাহ ধীরে ধীরে সুস্থ হলেও তার সহধর্মিণী মাহমুদা বেগমের ফুসফুসে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। এক পর্যায়ে আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে বেশ সুস্থ হয়ে কেবিনেও ফিরে আসেন এবং বাসায় যাবারও পরিকল্পনা করেন। কিন্তু গত শুক্রবার প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে এইচডিইউতে হাই-ফ্লো অক্সিজেন দেওয়া হয়। এক পর্যায়ে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন