বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্স (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, বাংলাদেশের প্রধান দু’টি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির যৌথ প্রয়াসেই বাংলাদেশে গণতন্ত্র সুসংহত হতে পারে। আইনের শাসনের সঠিক প্রয়োগের মাধ্যমে দেশে বিচার বিভাগের স্বাধীনতা ও প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে।
আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি। ‘গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ’-সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সাধুবাদ জানান প্রবীণ এই আইনজীবী।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে দলের সাবেক এই ভাইস চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে উপহাস না করে বরং জনসমর্থনপুষ্ট দল বিএনপিকে আরো শক্তিশালী করার প্রয়াস গ্রহণ করা উচিত। এ জন্য বিএনপির তৃণমূল পর্যায় থেকে নিয়ে জাতীয় পর্যায় পর্যন্ত অর্থাৎ ওয়ার্ড কমিটি থেকে নিয়ে জাতীয় স্থায়ী কমিটি পর্যন্ত প্রতিটি স্তরে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের বলিষ্ঠ ভূমিকা পালন করা জরুরি।
বিডি-প্রতিদিন/শফিক