রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
মঙ্গলবার ঢাকা থেকে রাজশাহীর সমাবেশ স্থলে আসার পথে পুঠিয়াতে পুলিশ তার গাড়িবহর আটকায় এবং তাকে রাজশাহীতে না যাওয়ার জন্য অনুরোধ জানায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাবিথ আওয়াল সমর্থকদের বাকবিতণ্ডা হয়।
পরে পুলিশি বাধা উপেক্ষা করে তিনি সমাবেশ স্থলে আসেন। তাবিথ আউয়াল বলেন, উপরের আদেশে তারা এমনটা করেন। তারা আমাকে আটকে রাখতে পারেনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন