খুলনায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অশালীন ভিডিও ও মন্তব্য করায় কৃষি ব্যাংকের জামিরা শাখার কর্মকর্তা উত্তম সরকারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে তাকে দৌলতপুর থেকে গ্রেফতারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রী, সজিব ওয়াজেদ জয়, কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ওই ব্যাংকের ব্যবস্থাপক মেহেদী হাসান। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। উত্তম সরকার নগরীর দৌলতপুর আরমান খান রোডের মৃত মনোরঞ্জন সরকারের পুত্র। জানা যায়, ২৫ ফেব্রæয়ারি এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়।
ওসি মাহাতাব উদ্দিন জানান, ফেসবুকের আইডি যাচাই, তথ্য সংগ্রহ ও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুমতির পর তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন