১৩ এপ্রিল, ২০২১ ১১:৪৩

আজও ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক, ক্রেতাদের ঢল বাজারে

অনলাইন ডেস্ক

আজও ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক, ক্রেতাদের ঢল বাজারে

করোনা সংক্রমণরোধে আগামীকাল বুধবার সারাদেশে শুরু হচ্ছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। আর এই কারণে বিধিনিষেধের আওতায় থাকবে গণপরিবহন, মার্কেটের পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমও। সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনি) পর রবিবার ব্যাংক খুললে ব্যাংকগুলোতে গ্রাহকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। একই চিত্র দেখা গেছে গতকাল সোমবারও।  

আজ মঙ্গলবারও সকাল থেকেই প্রতিটি ব্যাংকেই দেখা গেছে দীর্ঘলাইন। ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে সাধারণ মানুষের। গ্রাহকের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মকতারা। ব্যাংকের শাখাগুলোয় টাকা জমা কিংবা ইউটিলিটি বিল পরিশোধের তুলনায় উত্তোলন হচ্ছে কয়েকগুণ বেশি।

এদিকে, নিত্যপণ্যের বাজারগুলোতে ক্রেতা সাধারণের ঢল নেমেছে। কাল থেকে লকডাউন ও রমজান শুরু হওয়ায় রাজধানীর বাজারগুলোতে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা। ক্রেতাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।

বাজারগুলোতে ক্রেতাদের অতিরিক্ত চাপের কারণে স্বাস্থ্যবিধির বালাই চোখে পড়েনি। রাজধানীর কাওরানবাজার, হাতিরপুল, নিউমার্কেট, মৌচাক, যাত্রাবাড়ীসহ ছোট-বড় সব মার্কেটেই একই চিত্র চোখে পড়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর