হেফাজতে ইসলামের আরও দুই নেতা গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হেফাজত নেতারা হলেন- হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী এবং হেফাজত নেতা মুফতি ফখরুল ইসলাম (৪৬)।
মুফতি ফখরুল ইসলাম বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান এবং ঢাকা মহানগর হেফাজত ইসলামের সাবেক প্রচার সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ ডিভিশনের ডিসি রাজিব আল মাসুদ। তিনি বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক/আরাফাত