ষাটোর্ধ ব্যক্তি যারা ভিক্ষা না করে রিকশা চালিয়ে কিংবা অন্য কর্ম করে জীবিকা নির্বাহ করেন তাদের ১০০ জনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘আহার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার বিকেলে নগরীর পুলিশ লাইনস রোডের এন হোসেন এভিনিউতে স্বাস্থ্য বিধি মেনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান, আহার-এর সভাপতি আল-আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক রেদোয়ান ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আহার-এর সভাপতি আল-আমিন হাওলাদার জানান, ষাটোর্ধ ব্যক্তি যারা ভিক্ষা না করে রিকশা চালিয়ে কিংবা অন্য কর্ম করে জীবিকা নির্বাহ করেন তাদের ১০০ জনের মধ্যে রমজান মাসের প্রয়োজন মেটাতে ২ লিটার সয়াবিন তেল, আধা কেজি খেজুর, ১ কেজি ছোলা বুট, ১ কেজি চিড়া, ১ কেজি আখের গুড়, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ এবং ২টি সাবান উপহার দেয়া হয়। তাদের এই সহায়তা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর