গাজীপুরে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে মহানগরীর জাঙ্গালিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. সোহরাব হোসেন (২৮)। তিনি রাজবাড়ি জেলা সদর থানার নাওডুবি এলাকার মো. আব্দুল মুন্নাফের ছেলে।
জিএমপির সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে জাঙ্গালিয়াপাড়া এলাকার হাজী আব্দুল মালেকের বাড়ির ভাড়াটিয়া সোহরাব হোসেনের ঘরে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সোহরাবকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খাটের নিচ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক সোহরাব একজন মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই