১৩ মে, ২০২১ ১৫:৪৪

খুলনায় ২৯৫০ জন ভিডিপি সদস্যকে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ২৯৫০ জন ভিডিপি 
সদস্যকে ত্রাণ বিতরণ

খুলনা অঞ্চলের দশটি জেলার ২৯৫০ জন ভিডিপি সদস্যকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দুস্থ এসব ভিডিপি সদস্য-সদস্যাকে চাল ডাল তেল পিয়াজ ও আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়। বৃহস্পতিবার আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোল্লা আমজাদ হোসেন এ তথ্য জানান। এর আগে বুধবার খুলনা জেলা কার্যালয়ে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, সহকারি জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিরাজুল ইসলাম খান, আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা স্বপন মাহামুদ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে দুস্থ ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর