ঈদের শুভেচ্ছা জানিয়ে সমাজের সামর্থ্যবানদের উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আপনার বাড়ির আশপাশে সব অসহায় ও দুস্থ মানুষকে সাহায্য-সহযোগিতা না করলে আপনাদের ঈদ হবে না।
আজ বৃহস্পতিবার বিকেলে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে গণমাধ্যমে তিনি এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ বলেন, দেশের এ কঠিন সময়ে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার বাড়ির আশপাশে সব অসহায় ও দুস্থ মানুষকে সাহায্য-সহযোগিতা না করলে আপনাদের ঈদ হবে না।
করোনা পরিস্থিতিতে গ্রামে ঈদ করতে যাওয়ার সময় ফেরিতে ছয়জনের মৃত্যু ও শতাধিক মানুষ আহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করে তিনি বলেন, সড়ক-মহাসড়ক, নৌপথে জনগণের ভোগান্তি, হতাহত ও হ-য-ব-র-ল অবস্থার জন্য মূলত সরকার দায়ী।
বিডি-প্রতিদিন/শফিক