১৩ মে, ২০২১ ১৯:৪৯

ঈদের শুভেচ্ছা জানিয়ে যে বার্তা দিলেন ডা. জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক

ঈদের শুভেচ্ছা জানিয়ে যে বার্তা দিলেন ডা. জাফরুল্লাহ

ফাইল ছবি

ঈদের শুভেচ্ছা জানিয়ে সমাজের সামর্থ্যবানদের উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আপনার বাড়ির আশপাশে সব অসহায় ও দুস্থ মানুষকে সাহায্য-সহযোগিতা না করলে আপনাদের ঈদ হবে না।

আজ বৃহস্পতিবার বিকেলে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে গণমাধ্যমে তিনি এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ বলেন, দেশের এ কঠিন সময়ে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার বাড়ির আশপাশে সব অসহায় ও দুস্থ মানুষকে সাহায্য-সহযোগিতা না করলে আপনাদের ঈদ হবে না।

করোনা পরিস্থিতিতে গ্রামে ঈদ করতে যাওয়ার সময় ফেরিতে ছয়জনের মৃত্যু ও শতাধিক মানুষ আহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করে তিনি বলেন, সড়ক-মহাসড়ক, নৌপথে জনগণের ভোগান্তি, হতাহত ও হ-য-ব-র-ল অবস্থার জন্য মূলত সরকার দায়ী।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর