বোমা আতঙ্কে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স ঘিরে রেখেছে পুলিশ। সোমবার বিকাল ৪ টার দিকে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন বোমাসদৃশ একটি বাজারের ব্যাগ দেখে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ বক্স থেকে সরে যান। পরে তিনি বিষয়টি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
বর্তমানে পুলিশ ও র্যাব সদস্যরা সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকাটি ঘিরে রেখেছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান পিপিএম জানান, বোমাসদৃশ ব্যাগ দেখে আমরা সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকাটি কর্ডন করে রেখেছে। ডিএমপির বোম ডিস্পোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল