আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টায় নগরীর কালীবাড়ি রোডে সিটি মেয়রের বাসভবনে এই আলোচনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে সেদিন বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য দেশে ফিরে এসেছিলেন। পরে তিনি জনগনের সমর্থনে নির্বাচিত হয়ে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে চলেছেন। সে কারণেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশের মানুষ আজ ভালো আছে। অর্থনীতি এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় সিটি মেয়র ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুছসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভার শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/তাফসির আব্দুল্লাহ