রংপুর নগরীতে ব্যবসার জন্য মরিচ আনতে গিয়ে অটোরিকশা উল্টে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকালে নগরীর দর্শনা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম মঞ্জুরুল ইসলাম (৫৫)। তিনি মিঠাপুকুর উপজেলার কিশামত রসুলপুর এলাকার আকবর আলীর ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি মো. আমিরুজ্জামান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মরিচবোঝাই একটি অটোরিকশা নিয়ে সিটি বাজারের উদ্দেশ্যে রওনা হন মঞ্জুরুল ইসলাম। রংপুর নগরীর দর্শনা মোড়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মঞ্জুরুল ইসলাম নিহত হন। এ ঘটনায় অটোচালকও গুরুতর আহত হন।
তাজহাট থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, নিহত মঞ্জুরুল ইসলাম সবজি ব্যবসায়ী ছিলেন। তিনি প্রায়ই অটোরিকশা করে রংপুরে সবজি নিয়ে আসতেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর