রংপুরে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৬ চোরকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। শনিবার (৫ জুন) সকালে কোতয়ালী থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরপিএমপি'র উপ-পুলিশ কমিশনার ( অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন।
পুলিশ জানায়, মোটরসাইকেল চুরির মামলায় পরশুরাম থানার আলী আহম্মেদের পুত্র শুভ আহম্মেদ (২৭) ও কোতয়ালী থানার ধাপ কটকীপাড়ার মরহুম ইলিয়াছ হোসেনের পুত্র সাজু মিয়াক (২৬)-কে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে গংগাচড়া থানার বড়রুপাই নিবাসী নাজির হোসেনের পুত্র রবিউল হাসান (২৭)-কে গ্রেফতার করে তার বসতবাড়ি থেকে চোরাই এ্যাপাসি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া সাজু ও শুভকে জিজ্ঞাসাবাদের পর গংগাচড়া মৌভাষা মুন্সিটারী গ্রামের জয়নাল মিয়ার পুত্র আব্দুল বাতেন মিয়া (২৫), দিনাজপুরের ফুলবাড়ী থানা হতে মরহুম আঃ রহমানের পুত্র রবিউল ইসলাম (৩৫), রংপুর জেলার সদর কোতয়ালী থানার আঃ জব্বারের পুত্র হাসান আলী তুহিন (২৫)-এর নিকট থেকে চোরাইকৃত ৬টি মোটরসাইকেল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
আরপিএমপির উপ পুলিশ কমিশনার ( অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃতরা পেশাদার চোর। তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো আইনী প্রক্রিয়ায় প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত