রাজধানীর মালিবাগে বজ্রপাতের পর বিদ্যুতায়িত হয় একটি লোহার গেট। সেই গেটের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ মারা গেছেন তিনজন। শনিবার (৫ জুন) দুপুরে মালিবাগ চৌধুরীপাড়ার একটি টিনশেড বস্তিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনই ওই টিনশেড বাড়ির বাসিন্দা ছিল। নিহতরা হলেন- সাবিনা আক্তার পাখি (১০), ঝুমা (১৪) ও বাড়িটির দারোয়ান আবুল হোসেন (৬৫)। তাদের মধ্যে ১২ বছরের শিশু সাবিনা পাখিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৪ বছরের কিশোরী ঝুমা এবং ৬৫ বছরের আবুল মালিবাগ কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃষ্টির সময় বাসার সামনের বিদ্যুতের খুঁটির উপর বজ্রপাত হয়। এতে তাদের টিনসেড বাসাটি বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজন অচেতন হয়ে পড়ে। পরে ঢাকা মেডিকেলে পাখিকে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। আর বাকি দুইজনকে মালিবাগ কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত