ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজশাহীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর কুমারপাড়ায় স্বাধীনতা চত্ত্বরে থাকা বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগরের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ