গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গত মধ্যরাত ১২টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় জার্সি নীট নামের ওই কারখানায় টিনের তৈরি শেডে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুরের তিনটি, কালিয়াকৈরের একটি এবং কাশিমপুর ডিবিএল এর একটিসহ ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সোয়া দুইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। আগুনে শেডের মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে, আগুনের ঘটনাটি রাতে হওয়ায় কারখানার ভেতরে কোনো শ্রমিক ছিল না। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/হিমেল