রাজধানীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। আটককৃতরা হলেন- মোহাম্মদ হোসেন (৩১) ও আখি খানম (২৪)। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার (৮ জুন) রাতে কদমতলী থানাধীন শনির আখরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী জানান, আটকরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত