বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এম এ মান্নান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আজ যোহর নামাজের পর রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বাদ আসর গাজীপুর জেলার শ্রীপুরে সাতখামাইর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
এম এ মান্নান ১৯৮৭ সালে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ১৯৯৫ সালে গ্লোবাল ব্র্যান্ড এলজির পরিবেশক হিসেবে বাংলাদেশে কনজ্যুমার ইলেকট্রনিক্সের রিটেইল বিজনেস শুরু করেন। ব্যবসার নীতি-নৈতিকতা মেনে দক্ষতা এবং সততার সঙ্গে ব্যবসা করে তিনি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সেক্টরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর