রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহতদের নাম মো. মোশারফ হোসেন (৪২)। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানায়।
পথচারীরা জানান, মোশারফকে যাত্রাবাড়ীর একটি ছয় তলা ভবনের চার তলার কার্নিসের উপর অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক