রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে আটক করা হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৯৯৬ পিস ইয়াবা, ২০ গ্রাম (৩০ পুরিয়া) হেরোইন, ৪১ কেজি ৩৪৫ গ্রাম গাঁজা, ০৩ বোতল ফেনসিডিল ও ৫ লিটার দেশি মদ জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর