জাতীয় সংসদে পেশ করা প্রস্তাবিত বাজেট গণবিরোধী উল্লেখ করে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। সংগঠনের জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক জলিলুর রহমান, দেওয়ান আ. রশিদ নিলু, বিশ্ব নাথ দাশ মুন্সি, এ কে আজাদ, প্রকৌশলী ইমরান হাবীব রুমন, ডা. মনিষা চক্রবর্তী, হারুন অর রশিদ ও জসিম উদ্দিন।
সমাবেশ শেষে ঘোষিত বাজেট প্রত্যাখ্যান করে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই