করোনার দ্বিতীয় ঢেউ অতিক্রমের পর এবার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় বিশেষ সতকর্তা অবলম্বন এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জুমার নামাজের খোৎবার আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ নির্দেশনা পাঠ করে শোনানো হয়েছে মুসুল্লীদের। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান শুক্রবার নগরীর রূপাতলী হাউজিং এস্টেট জামে মসজিদে খোৎবার আগে সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবেলায় বিশেষ সতকর্তা অবলম্বন এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান
এছাড়া নগরীর সকল মসজিদে জুমার খোৎবার আগে পুলিশ কমিশনারের এ সংক্রান্ত নির্দেশনাপত্র পাঠ করে মুসুল্লীদের শোনান স্ব-স্ব মসজিদের ইমাম ও খতিবরা।
বিডি প্রতিদিন/আল আমীন