রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৬৪৯৫ পিস ইয়াবা, ৪৮ গ্রাম ২৪১ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬০টি ইনজেকশন ও ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার মূলে জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।
সূত্র: ডিএমপি নিউজ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন