আসছে ২১ জুলাই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে আট দিনের জন্য করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে সরকার।
আজ বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ শিথিল হতেই রাজধানীর সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে ভিড় বেড়েছে ঘরমুখো যাত্রীদের।
কিছুক্ষণ পরপরই টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে আন্তঃজেলার বাস। তবে যাত্রী এবং চালকদের অনেকেই স্বাস্থ্যবিধি মানতে উদাসীন।
পরিবহন মালিকরা জানিয়েছেন, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে দিনে কয়েকশ’ বাস সারাদেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়।
নিয়ম অনুযায়ী ৬০ শতাংশ ভাড়া বেশি দিয়ে টিকিট কাটছেন যাত্রীরা। প্রতিটি বাসে এক আসন ফাঁকা রেখেই যাত্রীরা বসছেন। প্রতি মুহূর্তে টার্মিনাল থেকে বাস ছেড়ে যাচ্ছে। তবে বাসে ওঠার সময় যাত্রীদের মুখে মাস্ক দেখা গেলেও আসনে বসে অনেকেই তা খুলে ফেলছেন। চালক এবং তার সহকারীর বেলায়ও একই চিত্র দেখা গেছে।
বিডি প্রতিদিন/কালাম