৩ আগস্ট, ২০২১ ১৯:৫৪
মোট গ্রেফতার ৫,০০৬ জন

কঠোর বিধিনিষেধের ১২তম দিনে রাজধানীতে গ্রেফতার ৩৫৪

অনলাইন ডেস্ক

কঠোর বিধিনিষেধের ১২তম দিনে রাজধানীতে গ্রেফতার ৩৫৪

কঠোর বিধিনিষেধের ১২তম দিনে রাজধানীতে ৩৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ফাইল ছবি

করোনার (কোভিড-১৯) সংক্রমণরোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের আজ ছিল ১২তম দিন। এদিন সকাল থেকে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় ৩৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে এখন পর্যন্ত বিধিনিষেধ ভঙ্গ করে রাজধানীতে মোট গ্রেফতার হলেন ৫ হাজার ৬ জন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম আজ মঙ্গলবার বিকালে গণমাধ্যমকে এসব তথ্য জানান। 

এ ছাড়া ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৮০০ টাকা। অপরদিকে ট্রাফিক বিভাগ কর্তৃক ৫৩২টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১১ লাখ ২৩ হাজার টাকা।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর