বরিশালের বাকেরগঞ্জের উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের একটি নির্দিষ্ট পোশাক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। থানা পুলিশের উদ্যোগে শতভাগ মোটরসাইকেল চালক নির্দিষ্ট পোশাক পড়ে এবং পরিচয়পত্র প্রদর্শন করে যাত্রী পরিবহন করছে।
এ লক্ষ্যে ওই উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার সহস্রাধিক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের স্ব-সাক্ষরিত একটি অঙ্গীকার নামা, ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা নিয়েছে থানা পুলিশ। গত কিছুদিন ধরে এই প্রক্রিয়া সম্পন্ন করেন তারা।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, প্রত্যেক ভাড়া মোটরসাইকেল চালকের একটি নির্দিষ্ট রঙের পোশাক এবং পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে বলে আশা করেন তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর