রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে রিপন (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। সে পেশায় কাপড়ের দোকানের কর্মচারী ছিল, শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর গ্রামের মৃত আলম শরীফের সন্তান।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচরের কুড়ার ঘাট ৫নং গলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ভাই সুজন গণমাধ্যমকে জানান, আমার ভাই ইস্টার্ন প্লাজার একটি কাপড়ের দোকানের কর্মচারী। রাতে বাসায় এসে কামরাঙ্গীরচর কুড়ার ঘাট ৫নং গলি এলাকায় বসে মোবাইল দেখছিল। হঠাৎ শাওন (১৫) নামের একটি ছেলে তার মোবাইল টান দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাওন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ