রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলায় ইভ্যালির ভাইস প্রেসিডেন্ট আকাশ ও হেড অব অ্যাকাউন্ট সেলিম রেজাসহ ১০ জনের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।
শনিবার জামিন আবেদনকারী আইনজীবী মনিরুজ্জামান আসাদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
অ্যাডভোকেট মনিরুজ্জামান আসাদ জানান, গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ তাদের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দেন।
আদালতে ওইদিন জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান আসাদ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর ইভ্যালির চেয়ারম্যান রাসেল ও তার স্ত্রীসহ ২০ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী গ্রাহক কামরুল ইসলাম চোকদার। তিনি ইভ্যালির পণ্য সরবরাহকারী ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন