সাহিদা খাতুন সাইদাকে সভাপতি, কাজি রোজিনা ইয়াসমিন শিল্পী সহ সভাপতি-১ এবং শামীমা আক্তার ডলি মোশারফকে সাধারণ সম্পাদক করে কলাবাগান থানা মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম এবং সাধারণ সম্পাদক নার্গিস রহমান গত বুধবার ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
গ্রীনরোড স্টাফ কোয়ার্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন।
নতুন কমিটিতে সহ সভাপতি পদে আরও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, রাফিয়া আক্তার তুলি, রেহেনা নাসরিন, লাকি আহমেদ, সাহানাজ বেগম, জেসমিন জব্বার, সায়মা আক্তার, আলম তাজ, সৈয়দা শবনম মুস্তারি, রেহেনা বেগমসহ ১১জন, এছাড়া শাম্মী লিয়াকত, সানজিদা খাতুন, সালমা আক্তার, মরিয়ম বেগম, কানিজা ফাতেমাকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফারহানা আহমেদ, রাবেয়া খাতুন উষা, নাজমা আক্তার, তসলিমা চোধুরীসহ ৫ জন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/ তমাল